গ্রামে ডাক্তার থাকবে, কি থাকবে না তা দেখার দায়িত্ব আমার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থ বছরের নির্দিষ্টকরণ বিলের ওপর আনীত ২৩ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের বিরোধিতা করে একথা বলেন নাসিম। মন্ত্রী বলেন, “এ দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের। তারা নিজ এলাকার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। তারাই দেখবেন ডাক্তার আছে কি নাই। বিশ্বের কোথাও নেই যে সরকার প্রধান বা...

